সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

রাউজানের শতবর্ষী প্রতিষ্ঠানে এই প্রথম খতমে বুখারী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী: চট্টগ্রাম জেলা অন্তর্গত রাউজান থানাধীন শতবর্ষের ঐতিহ্যবাহী আল মাদরাসাতুল আরাবিয়া এমদাদুল ইসলাম মাদরাসায় প্রথমবারের মত খতমে দরসে বুখারী অনুষ্ঠিত হয়েছে ৷

আজ ৩০ মার্চ শুক্রবার বাদ জুমা খতমে বুখারী ও দুআ মাহফিলের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ৷

বিশুদ্ধ হাদিসগ্রন্থ বুখারী শরিফের শেষ দরস প্রদান ও দুআ পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক, শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

আল্লামা বাবুনগরী বুখারী শরিফের শেষ হাদিস ও প্রথম হাদিসের মধ্যকার সামঞ্জস্যতা উল্লেখ করে, হাদিসের রাবী বা বর্ণনাকারী সম্পর্কে তাত্ত্বিক আলোচনা পেশ করেন৷

তিনি বলেন, বুখারী শরিফের গ্রন্থকার ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম বুখারী রহ. আমিরুল মুমিনীন ফিল হাদিস (হাদিস শাস্ত্রের সম্রাট) ছিলেন৷ ছয় লক্ষাধিক হাদিস তার আওতায় ছিলো ৷ যাচাই বাচাই করে তিনি বিভিন্ন বিষয়ে তার লিখিত বুখারী শরীফে ৭২৭৫ হাদীস লিপিবদ্ধ করেছেন৷

তিনি আরো বলেন, ইমাম বুখারী বাল্যকালে চোখের জ্যোতি হারিয়েছিলেন৷ পরে মায়ের দুআয় তিনি চোখের জ্যোতি ফিরে পান৷

উল্লেখ্য, আল্লামা বাবুনগরীই এ বছরের শুরুতে সর্বপ্রথম রাউজানের শতবর্ষী এ প্রতিষ্ঠানে হাদিসের দরস শুরু করেছিলেন এবং আজ এর শেষ দরস প্রদান করলেন৷

আল্লামা বাবুনগরী'র ছোট ভাই মাওলানা যোবায়ের আহমদ এ মাদরাসায় হাদিসগ্রন্থ মুসলিম শরীফ প্রথমখণ্ড পাঠদান করেছেন৷

খতমে বুখারী ও দুআ মাহফিলে মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ সোলাইমান ও শায়খুল হাদিস মাওলানা ইলিয়াসসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন৷

তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ