বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নির্বাচনে জয়ী হয়ে জাপা সরকার গঠন করবে : এরশাদ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী সুষ্ঠু নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করবো। উই আর রেডি।

সুষ্ঠু নির্বাচন দেশে হয় না। আমরা সুষ্ঠু নির্বাচন করবো। বয়স হয়েছে মাথা ঠিক আছে কোনো ভুল হয় নাই।

শনিবার ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার রাস্তা বন্ধা মানুষ চলাচল করতে পারছে না। আমরা প্রমাণ করেছি, জাতীয় পার্টি আছে আগামীতে সরকার গঠন করার মতো শক্তি অর্জন করেছে। মানুষ শান্তিতে বাস করতে চায়। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি বদ্ধ।

আমরা ২৫-৩০ বছর ক্ষমতায় ছিলাম না। এই ২৫-৩০ বছর ক্ষমতায় আসছে ২টি দল তারা জনগণকে কী দিয়েছে। জনগণ পেয়েছে অন্যায় অবিচার। জনগণকে তারা কিছু দিতে পারে নাই। উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি বলে ঢাকায় চাকচিক্য।

কিন্তু ঢাকার বাইরে গিয়ে দেখেন দেশের কি অবস্থা। ঢাকার বাইরে গেলে বুঝবেন আমরা কতটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

১৬ কোটি মানুষ প্রস্তুত। ব্যাংক, শেয়ার বাজার লুটপাট। সব লুটপাট বন্ধ করবো আমরা। উই আর রেডি। সুষ্ঠু নির্বাচন দেশে হয় না। আমরা সুষ্ঠু নির্বাচন করবো। বয়স হয়েছে মাথা ঠিক আছে কোনো ভুল হয় নাই।

সমাবেশে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ