রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

অফিসের সামনে লেখা ‘এখানে আওয়ামী লীগের সুপারিশে কোন কাজ হয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের রংপুর আঞ্চলিক কার্যালয়ের এক নোটিশ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সেই নোটিশের ছবি। অভিনব ওই নোটিশ নিয়ে এখন শিক্ষা বিভাগের সর্বত্রই চলছে আলোচনা।

নোটিশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোস্তাক হাবিবের বরাত দিয়ে বলা হয়েছে, ‘এখানে আওয়ামী লীগের সুপারিশে কাজ হয় না’। ওই নোটিশের বিষয়ে মোস্তাক হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তবে আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী আতাউর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, ওই নোটিশ তারা লাগাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘শিক্ষা বিভাগের রংপুর আঞ্চলিক অফিসে একসময় ভয়ঙ্কর দুর্নীতি হলেও উপ পরিচালক মোস্তাক হাবিবের যোগদানে কড়াকড়ি শুরু হয়। বিপদে পড়েন তদবির করতে আসা লোকজন।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘সম্প্রতি স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা একটি অবৈধ কাজ করাতে এলে তিনি নাকচ করে দেন। এতে ক্ষিপ্ত হয় তারা। এ সময় উপ পরিচালক মোস্তাক হাবিবকে গালিগালাজও করা হয়। পরে ওই ছাত্রলীগ নেতারাই এই নোটিশটি লাগান। নিজেরাই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন। পরে এটি ভাইরাল হয়ে যায়।’


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ