রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাজধানীতে তরুণ আলেমদের উদ্যোগে 'শাবাকা আইটি'র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

তরুণ আলেমদের উদ্যোগে রাজধানী মুহাম্মদপুরে শুরু হয়েছে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান ‘শাবাকা আইটি’র কার্যক্রম। বুধবার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস ও মাসিক রাহমানী পয়গামের সম্পাদক মাওলানা মামুনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সময়টা বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির যুগ। পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এ তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তিকে কল্যাণের বাহক হিসেবে ব্যবহার করা আলেম উলামাদের দায়িত্ব। শাবাকা আইটির মাধ্যমে আলেমদের মাঝে এ চাহিদা পূরণ হবে আশা করছি।

এসময় তিনি আরও বলেন, ইসলাম সময়ের বিজয়ী আদর্শের নাম। সময়ের কাছে বিজয়ী হয়ে থাকার জন্যই ইসলাম এসেছে। সময়ের ভাষা বুঝতে হবে। যারা সময়ের ভাষা বুঝে না তারাই প্রকৃত জাহেল। তথ্য প্রযুক্তির জ্ঞান আলেমদের আরও সমৃদ্ধ করবে বলেও আমার বিশ্বাস।

কওমী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন ‘শাবাকা আইটি’র পরিচালক মাওলানা জাহিদুজ্জামান। তিনি বলেন, কওমী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেওয়াই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলাপিং, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ও অফিস প্রোগ্রাম প্রশিক্ষণের মাধ্যমে কওমী শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তোলা হবে।

এ ছাড়াও শাবাকা আইটি দিচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন করার সুবিধা। পাশাপাশি ওয়েবসাইট হোস্ট করার জন্য রয়েছে বিভিন্ন হোস্টিং প্যাকেজ। কওমী প্রতিষ্ঠানগুলো সূলভ মূল্যে এ সুবিধা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চার তরুণ আলেম ও উদ্যোক্তা মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আল আবিদ শাকির ও প্রতিষ্ঠানটির বিশেষ তত্ত্বাবধায়ক ও ওয়েব ডেভলপার আরিফুর রাহমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ