রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

জিদ্দায় অনুষ্ঠিত হলো হেফাজতে ইসলামের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী:  হেফাজতে ইসলাম বাংলাদেশের সৌদিয়ারবের জিদ্দা মহানগর শাখার সম্মেলন গতকাল ১৬ ফেব্রুয়ারি বাদ এশা ফায়সালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে জিদ্দা সহসভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান অতিথির ভাষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশে থেকে ইসলাম শুন্য করার দেশী বিদেশী চক্রান্ত চলছে। বাম রাম ও নাস্তিক্যবাদী গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে ইসলামি শিক্ষা, তাহজিব তামাদ্দুন, সভ্যতা মূল্যবোধ ধ্বংস করে দিতে চায়। সরকার নাস্তিকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিকতা গুনাবলী সম্পন্ন নগরিক তৈরী হচ্ছেনা। দেশে সন্ত্রাস খুন ও দর্নীতি বৃদ্ধি পেয়েছে।

অপসংস্কৃতির সয়লাবে যুবসমাজের চরিত্র ধ্বংসের মহড়া চলছে। আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত আলেম ওলামা ও তৌহিদী জনতার একটি বৃহত্তম অরাজনৈতিক প্লাটফরম। হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার খড়ক ঝুলিয়ে রেখে হয়রানী করছে।

ওলামায়ে কেরাম রাষ্ট্রীয় জুলুমের স্বীকার। নাস্তিক্যবাদী গোষ্ঠী ও তাদের দোসরদের ষড়যন্ত্রের মুকাবিলায় হেফাজত রক্ত দিয়েছে। ইসলামবিদ্বেষী চক্রান্ত বন্ধ না হলে প্রয়োজনে হেফাজত আরো ব্যাপক আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে হেফাজতের জামাতা ও রাঙ্গুনিয়া মেহরিয়া মাদরাসারর মুহতামিম মাওলানা ইসহাক নুর, সৌদিআরব রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা আব্দু সালাম পাটোয়ারী, জিদ্দা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল খালেক নিজামী, মাওলানা হারিস উদ্দীন, মাওলানা আবদুল মুকীত, সাংবাদিক আলহাজ্ব আবু সাঈদ। কুরআন তেলাওয়াত করেন, কারী ইসমাঈল খলিল।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ