রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

জঞ্জালে আর কতো, এবার ভিন্নকিছু ভাবুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যা প্রচল সেটা অনৈতিক হলেও আমরা সেটা পাল্টাতে চাই না। সব সময় একই রকম জীবন চলতেও অভ্যস্ত। দেশকে ভালো দেখতে চাই আমরা কিন্তু নিজেরা ভালো হই না। এবার একটু ভিন্ন কিছু ভাবনার জন্য উদ্বুদ্ধ করতে ভিডিও নির্মাণ করেছে রোরাস্পেশাল। ভিডিওটি দেখুন আপনার দৃষ্টিভঙ্গি অনেক বদলে যাবে ইনশাল্লাহ।

০১. সবাই চিনি আর চা পাতা দিয়েই চা তৈরি করছে, আপনি ওখানে বাড়তি আরেকটি ফ্লেভার যোগ করুন। আপনার চা বেশি চলবে।

০২. রাস্তায় কলার বাকল পড়ে থাকতে দেখেও সবাই সেটাকে এড়িয়ে পথ হাঁটছে। আপনি সেটি উঠিয়ে ডাস্টবিনে ফেলুন। সবাই সমীহ করবে।

০৩. ব্যবসায় সবাই কিছু কিছু প্রতারণা করছে, আপনি সৎ থাকুন। দেখবেন আপনার বিক্রি বেশি হবে।

০৪. সবাই হয়তো বসের চোখের আড়ালে একটু আধটু অফিস ফাঁকি দিচ্ছে। আপনি নিয়মতান্ত্রিক অফিস করুন। আপনার বৈশিষ্ট্য আলাদা হয়েই ধরা দেবে।

০৫. দেশকে সবাই নেগেটিভভাবে নিচ্ছে, আপনি পজিটিভ দিকগুলো আলোচনা করুন। আত্মবিশ্বাস বাড়বে। আলাদা দৃষ্টি পাবেন।

০৬. আপনি শিক্ষক, ক্লাসে নতুন কিছু মূল্যবান ঘটনা উদাহরণ হিসেবে টানুন। শিক্ষার্থীদের বুঝতে সহজ হবে। দেখবেন ‘এই শিক্ষক খুব ভালো’ বলে আলাদা পরিচিতি দাঁড়িয়েছে।

০৭. আসুন! একটু আদালা কিছু করি। আলাদা কিছু ভাবি। নষ্টটাকে উপড়ানোর চেষ্টা করি।

০৮. ভালোটাকে বেগবান করি। আপনি উপকৃত হবেন। সমাজ উপকৃত হবে। পাল্টে যাবে ভবিষ্যত।

যদি মনে করেন, আপনি একা একটা কলার বাকল রাস্তা থেকে সরালে কিছুই হবে না, একা দুর্নীতি বন্ধ করলে কি আর যায় আসবে, একা সৎ থাকলে নিজেরই ক্ষতি তাহলে আপনি ইদুর মারা বিষ খান।

কারণ ওই বিষটা আপনার জন্যই তৈরি। ইদুরেরও একটা উদ্দেশ্য আছে। সে অন্যের ধান কাটে। আপনার তাও নেই।

আপনার বেঁচে থেকে উচ্ছিষ্ট বাড়ানোর চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

দেখুন ভিডিওটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ