রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

সিরিয়ার পাশে আছি, ইসরাইলের মোকাবেলায় প্রস্তুত: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণ ও হামাস যোদ্ধারা সিরিয়ার পাশে রয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসারইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার পর একথা বলেছে হামাস।

সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রাদোয়ান আরবি ভাষার বার্তা সংস্থা কুদস প্রেস ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইসরাইলি আগ্রাসনের যে জবাব দিয়েছে সিরিয়া আমরা তার প্রশংসা করি। আমরা নিশ্চিত করছি যে, ইসরাইলের শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ফিলিস্তিনের জনগণ ও হামাস দামেস্কের পাশে দাঁড়াবে।”

সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন ও দেশটির ওপর ইসরাইলি আগ্রাসনের নিন্দা করে হামাসের এ নেতা বলেন, ইহুদিবাদীদের হামলার মুখে সিরিয়ার আত্মরক্ষার অধিকার রয়েছে। একইসঙ্গে তিনি ইসরাইলের পক্ষ থেকে আসন্ন হুমকি মোকাবেলা করতে হামাসের শীর্ষ নেতৃত্ব, ফিলিস্তিনি জনগণ ও আরব নেতাদের প্রতি আহ্বান জানান।

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে,ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য হামলার মোকাবেলায় তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নেয়া হয়েছে। সিরিয়ার সর্বশেষ ঘটনাবলীর পর হামাস এ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা।

সূত্র:পার্স টুডে/এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ