শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


নওগাঁয় মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ শহরের চকপ্রসাদ মহল্লার পাশের একটি ফাঁকা মাঠ থেকে সাকিব (১৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাকিব সদরের চকপ্রসাদ খাঁ পাড়া মহল্লার আজাহার আলীর ছেলে। সে চকপ্রসাদ আলীম মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সাকিব রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। সকালে গ্রামের পাশে ফাঁকা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ