সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

গাজীপুরে কাভার্ডভ্যান-ট্রেনের সংঘর্ষে নিহত ২, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: গাজীপুরের সালনা মোল্লাপাড়া রেলক্রসিং এলাকায় চিত্রা এক্সপ্রেসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এরা হলেন কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী।

এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের এসআই মো. রকীবুল হক জানান, মঙ্গলবার রাতে মোল্লাপাড়া এলাকার একটি পোশাক কারখানার শিপমেন্টের পোশাক ভরে কাভার্ডভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

পথে বেরিয়ারবিহীন মোল্লাপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাত সাড়ে নয়টার ভ্যানটির সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। এ কারণে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, রাত ৯টা ২০ মিনিটে তার জংশন থেকে চিত্রা ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর ১০ মিনিট পর সালনা এলাকায় গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে ট্রেনে সংঘর্ষে ইঞ্জিন বিকল ও কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার পর জয়দেবপুর জংশনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, মৌচাক স্টেশনে রাজশাহীর পদ্মা এক্সপ্রেসসহ আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন আটকে আছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ