সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

৬ জানুয়ারি সিলেটে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনাইদ শোয়েব
প্রতিবেদক

আধ্যাত্মিকতার শহর সিলেটে এবার বসছে আন্তর্জাতিক কারীদের সম্মিলন। আগামী ৬ জানুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠে দুপুর ১২ টা থেকে এ সম্মেলনটি শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও এই সম্মেলনের আয়োজন করেছে তারতিলুল কুরআন সংস্থা সিলেট। . আন্তর্জাতিক এ কেরাত সম্মেলনে সুললিত তেলাওয়াতে মোহিত করবে মিশর ইরান তানজেনিয়া ইন্দোনেশিয়াসহ সাত দেশের খ্যাতিমান কারীগন। আন্তর্জাতিক কারীদের পাশাপাশি দেশের জাতীয় কারীগনও এ কেরাত সম্মেলনে অংশগ্রহণ করবে।

ইতোমধ্যে আন্তর্জাতিক কারীগদের বাংলাদেশ সফরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন বলে জানিয়েছেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী ।

সম্মেলন সফল করতে এ মুহুর্তে সিলেটে চলছে ব্যপক প্রচার প্রচারনা। আয়োজক কমিটি আশা প্রকাশ করছেন,  আন্তর্জাতিক কেরাত সম্মেলনে সিলেট বিভাগের প্রতিটি জেলা থেকেই কুরআন প্রেমীদের আগমন হবে।

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সিলেটে অংশ নিচ্ছে যে সকল কারীগন শায়খ কারী রাফাত হোসাইন মিশর। কারী রেজা আইয়ুব তানজেনিয়া। শায়খ মুমিন আইনুল হক ইন্দোনেশিয়া। কারী হামেদ শাকের নেজাদ ইরান। কারী মুহাম্মদ আলী খান ভারত। কারী মাতলুব শাহ ইরফানী ভারত।

এবং বাংলাদেশের কারী নাজমুল হাসান ও সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়াও স্থানীয় কারীগন তিলাওয়াত করবেন। কেরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন দেওয়ান মাসুদ রাজা চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন মুফতি রাশেদুল রহমান ফারুক শায়খে বরুনী ।

আয়োজক কমিটি তারতীলুল কুরআন সংস্থা সিলেটের সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী উক্ত কেরাত সম্মেলনে অংশ নিতে সকল সিলেটবাসীকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ