সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর উপশহরস্থ লুগাতুল আরাবিয়া মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষিতদের মধ্যে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের ঈমানি চেতনা ছড়িয়ে দিতে হবে। স্বাধীনতা ও বাংলাদেশকে ধারণ করে এদেশে ওলামায়ে কেরামকে এগিয়ে যেতে হবে।

বিশিষ্ট আলেম শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট রিপোর্ট ডট কম এর সম্পাদক রুহুল আমিননগরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক আ.ফ.ম সাঈদ, লেখক ও গবেষক সৈয়দ মবনু, কওমি মিডিয়া ফোরামের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, কওমি কণ্ঠের সম্পাদক মাওলানা এমদাদুল হক নোমানি, ইকরা বাংলাদেশের প্রিন্সিপ্যাল মাওলানা সদর উদ্দিন মাকনুন, দারুল আজহার ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মওলা, মাওলানা তাহুরুল হক জকিগঞ্জী, উপন্যাসিক নিজাম উদ্দিন মিসবাহ, কবি ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মাওলানা তানজিল আমির, সাংবাদিক ইকবাল হাসান জাহিদ, মুফতী শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নাঈমুল ইসলাম, মাওলানা মাহবুব সিরাজী, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা সাইফ রহমান, মাওলানা ইলিয়াস মাসুম, সাংবাদিক এহসান বিন মুজাহিদ, কবি হাম্মাদ তাহমিদ প্রমুখ।

সবায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকে অন্যদের হাতে ছেড়ে দিয়ে এদেশে ইসলাম ও মানবতার সেবা করা সম্ভব নয়, তাই ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষিতদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের ভালোবাসাকে ছড়িয়ে দেয়া সময়ের দাবি।

উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার ঢাকায় দেশব্যাপী আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মকে নিয়ে জাতীয় পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠক সফল করার জন্য বক্তারা উদাত্ত আহ্বান জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ