সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

নারায়ণগঞ্জে ছয়দিন ধরে মাদরাসা শিক্ষার্থী দুই ভাই নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকা থেকে দুই ভাই গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে।নিখোঁজ দুজনেই মাদরাসার ছাত্র। গত শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজ হয় তারা।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ দুই ভাইয়ের বাবা মতিউর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুই ভাইয়ের নাম শাহআলম (১৪) ও সাজু (১২)।তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি থানার দিঘলটারী গ্রামে।

নিখোঁজ দুই ভাইয়ের বাবা মতিউর রহমান জানান, শাহআলম (১৪) ও সাজু (১২) দুজনেই সোনারগাঁওয়ের কাঁচপুর কুতুবপুর মঞ্জুরখোলা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো।

শাহ আলম গত শুক্রবার দুপুরের খাবার খেতে মাদ্রাসা থেকে এক ঘন্টার ছুটি নিয়ে বাসায় আসে।পরে ৩টার দিকে ছোট ভাই সাজুকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের কোনও সন্ধান না পেয়ে গতকাল  মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানায় তিনি তার দুই ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি মোরশেদ আলম বলেন,দুই ভাই নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ছবি দিয়ে ইমেইল ও ওয়্যারল্যাস বার্তা পাঠানো হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ