রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

যার হাতে-পায়ে প্লাস্টার, সে ওজু করবে কিভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাবের হোসাইন, রাশিয়া

প্রশ্ন : অপারেশনের পর প্রসাবের রাস্তায় ক্যাথেটার লাগানো হয়। যা দিয়ে সব সময়ই হয়তো সামান্য প্রসাব বের হতে থাকে, রক্ত বের হওয়ার জন্য নল লাগানো হয়। যা দিয়ে সব সময়ই সামান্য সামান্য রক্ত বের হয়। এমতাবস্থায় নামাজ কীভাবে আদায় করবে?

উত্তর : এ ধরনের অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিকে মাজুরগণ্য কর হবে। তিনি প্রত্যেক নামাজের ওয়াক্ত হলে একবার অজু করে যত খুশি নামাজ পড়তে পারবেন। বা কুরআন তিলাওয়াত করতে পারবেন। তবে অজু ভাঙার অন্য কোনও কারণ দেখা দিলে অবশ্যই আবার অজু করে নিতে হবে।

বিষয়টি কোনও মুফতি সাহেবের সঙ্গে কথা বলে আরও ভালোভাবে বুঝে নিতে হবে। (ফাতাওয়া আলমগীরি, ১/৪০-৪১)।

সাইফুল ইসলাম, শরীয়তপুর

প্রশ্ন : হাত-পা ভেঙে গেলে তার ওপর যে প্লাস্টার করা হয় অজু-গোসলের সময় তার ব্যাপারে করণীয় কী?

উত্তর : বর্তমানে হাত-পা ভাঙলে যে প্লাস্টার করা হয় তা নির্দিষ্ট মেয়াদান্তেই খোলা হয়। তার আগে খোলা হয় না। রোগীর পক্ষে তা খোলা সম্ভবও নয়। নির্দিষ্ট মেয়াদ শেষে খোলার জন্য ডাক্তারের শরণাপন্ন হতেই হয়। আর চিকিৎসার স্বার্থে ভেঙে যাওয়া হাড় জোড়া লাগার জন্য প্লাস্টর জরুরিও বটে।

এসব বিবেচনায় যত দিন ডাক্তারের পরামর্শমতে প্লাস্টার রাখতে হবে ততদিন অজু-গোসলের সময় প্লাস্টারের ওপর মাসাহ করতে হবে। (শামী, ১/২৬০ আহসানুল ফাতাওয়া, ২/৬২)

উত্তর দিয়েছেন, মুফতি মুতিউর রাহমান রহ. প্রধান মুফতি চৌধুরীপাড়া মাদ্রাসা। সূত্র: যুগান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ