মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


হাসপাতালে আল্লামা আবদুল হালীম বোখারী, দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আসহাব উদ্দীন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

দেশবরেণ্য আলেম ও জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস ও প্রধান পরিচালক আল্লামা শাহ মুফতী আব্দুল হালীম বোখারী হৃদরোগে আক্রান্ত হয়ে ক্লিনিকে ভর্তি রয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ হৃদযন্ত্রণায় চরম অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিকে নেয়া হয়।

জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি আল্লামা হাফেজ আহমাদুল্লাহ আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হুজুর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর প্রাইভেট ক্লিনিক CSCR-এর CCU-এ আছেন।’

আল্লামা বোখারীর সঙ্গে তার পরিবারের সদস্য ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী রয়েছে বলে তিনি আওয়ার ইসলামকে জানান।

আল্লামা হাফেজ আহমাদুল্লাহ হজরতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ