মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


হারাম শরিফ ও বাইতুল মুকাদ্দাস হেফাজতের দায়িত্ব মুসলিম বিশ্বের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের মাঝে ফোনালাপ হয়েছে।

তুর্কি গণমাধ্যমের ভাষ্য মতে, বাইতুল মুকাদ্দাসের ভবিষ্যত ও ফিলিস্তিনের বর্তমান চলমান অবস্থা নিয়ে দুই নেতার মাঝে মতবিনিময় হয়। টেলিফোনে এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ১৯৬৭ সালের আইন অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার ওপর গুরোত্বারোপ করেন।

এরদোগান আরো বলেছেন, হারাম শরিফ ও বাইতুল মুকাদ্দাস হেফাজতের দায়িত্ব মুসলিম বিশ্বের। এখানে কারো হস্তক্ষেপ না করাই ভালো।

তিনি বলেন, তুরস্ক বরাবরের মতোই ফিলিস্তিনি ভাইদের দাবি আদায়ে সমর্থন বজায় রাখবে এবং যে কোনো সমস্যা সমাধাণে তুরস্ক ফিলিস্তিনের পাশে থাকবে। এসময় মাহমুদ আব্বাস এরদোগানের শুকরিয়া আদায় করেন।

ডেইলি কুদরত  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ