মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

কাল খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘উলামায়ে কেরামের ঐক্য চাই, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চাই’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল সিলেট বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করেছে খেলাফত মজলিস।

বেলা ২.৩০ মিনিটে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যসমূহ জানানো হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, খেলাফত মজলিসের আমীর, বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক।

সভাপতিত্ব করবেন দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।

শিরোনাম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।

সম্মেলন উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা শাখা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও মাদ্রাসাসমূহে ব্যাপকভাবে দাওয়াত পৌছানো হয়েছে।

সম্মেলনের সর্বস্তরের উলামা-মাশায়েখকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়েখ ইমামুদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী, সিলেট জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ ও সদস্য সচিব কে.এম আব্দুল্লাহ আল মামুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ