মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ফেনীতে শিক্ষক হত্যার প্রতিবাদে যুব আন্দোলনের বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান মাহমুদ: আজ ২ অক্টোবর সোমবার বাদ আছর ফেনীর ঐতিহাসিক জহিরিয়া চত্বর থেকে ফেনীর ICST' কলেজের গনিত বিভাগের শিক্ষক পেয়ার আহমদ মজুমদার হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবীতে  ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

পরবর্তীতে জহিরিয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রতিবাদ সভা।

গত ২৭ সেপ্টেম্বর একই কলেজের বৌদ্ধ শিক্ষক সুকান্ত বড়ুয়ার হাতে তিনি খুন হন বলে তার পরিবারের অভিযোগ।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হলেও সকল ধর্ম বর্ণের সৌহাদ্যপুর্ণ সহাবস্থানের এক বিরল দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত, যেখানে পার্শবর্তী দেশ ভারত ও মায়ানমারে শতশতবার ধর্মীয় দাঙ্গায় লাখো মানুষ মারা গেলেও বাংলাদেশ আজও পর্যন্ত সে কলঙ্গ থেকে একেবারেই মুক্ত রয়েছে, এমন একটি ধর্মীয় সৌহাদ্যপুর্ণ দেশে কে বা কারা কাদের ইশারায় এরকম গর্হিত কাজগুলো করে যাচ্ছে তা খতিয়ে বের করতে হবে।

তারা বলেন, অতিসত্বর দোষীকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, এ নিয়ে কোনরকমের গড়িমসি ও রাজনীতি সহ্য করা হবে না। এই খুনের যথাযত শাস্তি  না হলে ইসলামী যুব আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় বিক্ষুব্ধ শ্রোতাদের খুনীদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে তর্কাতর্কিকে কেন্দ্র ফেনী ইন্সটিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির আইসিএসটি শিক্ষককে খুন করার অভিযোগ উঠেছে তারই সহকর্মী সুকান্ত বড়ুয়ার প্রতি। বিষয়টি অনেকেই অস্বীকার করলেও অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

ফেনী কলেজের শিক্ষকের রহস্যজনক মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ