মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

‘মিয়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক চ্ছিন্ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাদানী কাফেলা বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।

বন্দরবাজার জামে মসজিদ থেকে মাদানী কাফেলার বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কোর্টপয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, যুব জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান, সিলেট জেলা মাদানী কাফেলার আহবায়ক হাফিজ মাওলানা মাসউদ আজহার, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, জামিয়া ফরিদাবাদের শিক্ষক মাওলানা লোকমান হাকিম, মাওলানা কবির আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা সালিক আহমদ, জামিল আহমদ, ক্বারী আব্দুর রহিম, হাফিজ আশরাফ আলী, হাফিজ নাজমুল ইসলাম, মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।

বক্তারা র্বামার মুসলমানদের পক্ষে বাংলাদেশের সর্বস্থরের জনগনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে মিয়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক বিচ্ছিন্ন করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোব্ধ জনতা অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করেন।

শাহীনুর পাশা তার বক্তব্যে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোর্ড মার্চ সফলের জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা রুহুল আমীন নগরী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে। মিয়ামারের দূতাবাস বন্ধের আহবানও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ