সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

দাওয়াতের কাজ ভালোভাবে করতে সবার দুআ চাইলেন অনন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজ যেন ভালোভাবে করতে পারেন সে জন্য সবার দোয়া চেয়েছেন অনন্ত জলিল। বর্তমানে তিনি তাবলিগের কাজে নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে অবস্থান করছেন।

অনন্ত জলিলের ফেসবুক পেইজ থেকে জানা যায়, গত ১৮ আগস্ট তিনি ৩ দিনের জন্য তাবলিগের কাজে বের হন। এসময় তিনি কুরআন হাদিসের বিভিন্ন কিতাব অধ্যয়ন করেন। ব্যবসায়ীদের মধ্যে দাওয়াতের কাজও করেন।

২০ আগস্ট দুপুরে তিনি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যায় আলেমদের সঙ্গে বসে আছেন এবং মুগ্ধ হয়ে তাদের কথা শুনছেন।

ছবিগুলো প্রকাশ করে তিনি তার ভক্ত ও সাধারণ মানুষের কাছে দুয়া প্রার্থনা করেন।

তিনি লিখেন, বন্ধুগন আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলিগ এর কাজ করতে সক্ষম হই। আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।

এর আগে মুন্তাখাব হাদিস পড়ার একটি ছবি ফেসবুকে প্রকাশ পেলে অনেকেই এটি নিয়ে বিরুপ মন্তব্য করে। তার জবাবে অনন্ত লিখেন, বন্ধুগণ, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও লিখেছেন, আল্লাহ তায়ালায় ভাল জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমল এর জন্য আল্লাহতায়ালার কাছে সবসময় দোয়া করতে থাকি।

দাওয়াত ও তাবলীগের কাজে রবীন্দ্র সরোবরে অনন্ত জলিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ