বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

ব্যর্থ আন্দোলন কারীরা ক্ষমতায় যেতে পারে না: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্দোলনে ব্যর্থ বিরোধী দল ক্ষমতায় যেতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, একটা কথা মনে রাখবেন, এ দেশে বিরোধীদলে যারা থাকেন, তারা যদি আন্দোলনে বিজয়ী হতে না পারেন, তাহলে পরবর্তী নির্বাচনেও তারা বিজয়ী হতে পারেন না। এটাই বাংলাদেশে হয়ে আসছে। আর তাই আন্দোলনে ব্যর্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কান্নাকাটি আর নালিশে ব্যস্ত।

শুক্রবার সকালে পটুয়াখালীর পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে কিনা, সে বিষয়ে সরকার খোঁজ নিচ্ছে। সরকারবিরোধী মন্তব্য সহ্য করলেও দেশবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধানে কি কোন সহায়ক সরকার আছে? সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানে আছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়। আমরা চাইব সংবিধান অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন; যা বার বার বলে আসছি।

আগামী নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হওয়ার আহবানন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তিনিই নির্বাচন করবেন। মনোনয়ন না পাওয়া পর্যন্ত কোন ব্যক্তিগত স্লোগান হবে না। সকলের একটিই স্লোগান হবে নৌকা।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক বলেন, পকেট কমিটি করা যাবে না, আত্মীয়-স্বজনকে পদ-পদবি দেয়া যাবে না। দলের ত্যাগীদের নিয়ে কমিটি করতে হবে। দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসী, মাদক সেবনকারী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সদস্য করবেন না।

এ সময়, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমসহ অন্যরা উপস্থিত ছিলেন

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ