বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কিশোরগঞ্জে বিস্কুট ফ্যাক্টরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ শিশু শ্রমিক নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি 
কিশোরগঞ্জে বিস্কুট ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজন (১৪) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার সাদিকা ফুড প্রডাক্ট ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামের ফালু মিয়ার ছেলে।
আহতদের মধ্যে রাকিব (১৭) নামের এক শ্রমিককে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের কাজল মিয়ার ছেলে। অন্য আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্যাক্টরির ওভেনে পাউরুটি তৈরির সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ওভেনে আগুন ধরে যায়। এতে তিন শ্রমিক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে তাদের নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজনের মৃত্যু হয়।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত
মকবুল (১৪) নামে ফ্যাক্টরির এক শ্রমিক জানায়, ‘সকাল সাড়ে ৮টার দিকে কারখানার ওভেনে পাউরুটি বানানো হচ্ছিল। হঠাৎ ওভেন সংলগ্ন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওভেনে আগুন ধরে যায়। ওভেনের ঢাকনা এসে রাজনের মাথায় লাগে। এ সময় কয়েকজন আহত হয়। আমরা দৌড়ে বাইরে চলে যাই।’
এ দিকে বিস্ফোরণের পর ওই ফ্যাক্টরির কোন মালিককে ফ্যাক্টরিতে গিয়ে পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই শামসুল হাবীব বলেন, ‘সাইফুল, স্বপন ও মোস্তফাসহ চার ব্যক্তি ওই ফ্যাক্টরির মালিক বলে জানতে পেরেছি। কিন্তু তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
ঘটনার পর পুলিশকে না জানিয়ে হাসপাতাল থেকে শিশু রাজনের মৃতদেহ সরিয়ে ফেলার চেষ্টা করা হয় বলেও জানান তিনি। তবে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ