সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

রংপুরের মেয়রের উপর অতর্কিত হামলা: যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় এক যুবককে আটক করেছে।

হামলার ঘটনায় ঝন্টু আহত হয়েছেন। ছবিতে দেখা যায়, তার পাঞ্জাবি ছিড়ে গেছে।

রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মেয়রের বাসভবনের সামনের আসবাবপত্রের দোকানে এই হামলা হয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ঝন্টুর মোড় এলাকায় বাসার সামনে আসবাবপত্রের দোকানে বসে সময় পার করছিলেন মেয়র ঝণ্টু। কথা বলার সময় হঠাৎ এক যুবক তার উপর হামলা করে। তিনি মেয়রের পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলেন এবং গায়ে কিল ঘুষি মারতে থাকেন।

হঠাৎ এই ঘটনায় অপ্রস্তুত হয়ে যান ঝণ্টু। তিনি তেমন প্রতিরোধ করতে পারেনননি। এ সময় তার দেহরক্ষীয় কিছুটা দূরে অবস্থান করছিলেন। ঘটনা দেখার পর তারা ছুটে আসেন এবং সেখানে উপস্থিত মানুষরা হামলাকারী যুবককে ধরে ফেলে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। পুলিশ ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ওই যুবক কেন এই হামলা করেছে, তার কারণ বের করার চেষ্টা চলছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ