সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। আহতরা মিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বজ্রপাতে মৃত্যুবরণকারীরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৫৫), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আটিগ্রাম গ্রামের শাহিন আলী (৪২) ও আবুল কাশেম (৪৫) এবং শুড়শুড়ি গ্রামের আশিক আলী (১২)।

রবিবার দুপুর ২টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কুয়ারী মশাতলা গ্রামের ঝাপারিয়া মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের বৃষ্টি শুরু হলে উপজেলার আমলা পোড়াদহ আঞ্চলিক সড়কের ঝাপারিয়া মাঠে বট গাছের নিচে একটি চায়ের দোকানে সাতজন আশ্রয় নেয়। ঐ চায়ের দোকানের উপর বজ্রপাত হলে ৪ জন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।

মৃত্যু বরণকারীরা হলেন আব্দুস সাত্তার, শাহিন আলী, আবুল কাশেম, আশিক আলী। আহত হন আরো তিন জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মোশারফ নামে আরো একজনের মৃত্যু হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে কুয়ারী মশাতলা গ্রামের ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে এ প্রাকৃতিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ