বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার দোহার উপজেলার  মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলো কমার্স কলেজের সুপ্রিয়, এশিয়ান কলেজের সালমান ও মিরপুর কলেজের মাহিন। তিনজনই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।

তিনজনই মৈনটঘাটে পদ্মা নদীতে বেড়াতে আসে। এরপর তাদের যাওয়ার কথা ছিল দোহারের জয়পাড়া সাহেব আলী গ্রামে তাদেরই বন্ধু  মাহিদুলের বাসায়। কিন্তু পদ্মা নদীতে গোসল করতে নেমে তাঁরা তিনজনই নিখোঁজ হন।মাহিদুলের মা তাসলিমা আখতার জানান, ওই তিনজন দোহারে এসেছে বলে জানায় তাঁর ছেলে। রাতে বাসায় থাকারও কথা। বিকেলের দিকে মৈনটঘাট এলাকা থেকে ওই তিনজন নিখোঁজ হওয়ার খবর জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল আনুমানিক ৩টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।তাসলিমা জানান, ওই তিনজনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা খোঁজাখুঁজি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। দীর্ঘ যানজটের কারণে তাঁদের আসতে দেরি হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ