মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

বায়তুল মোকাররমে চলছে হালাল পণ্যের মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল শুক্রবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ‘বাংলাদেশ হালাল এক্সপো-২০১৭’ । এতে অংশ নিয়েছে দেশের খ্যাতনামা ১৬ টি কোম্পানি।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হালাল পণ্যের এ মেলার উদ্বোধন করেন এসডিজ’র মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

গত ১৬ জুন শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ জুন পর্যন্ত।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমানে বিশ্ব বাজারে হালাল পণ্য নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এমন পণ্যের বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। হালাল পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল বলেন, হালাল পণ্যের প্রতি জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ হালাল এক্সপো-২০১৭ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববাজারে হালাল পণ্যের রফতানির মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় সুযোগ সৃষ্টি হবে।

‘তুমি কোনো কিছুর সঙ্গে জড়িত না, তাই ছেড়ে দিচ্ছি’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, হালাল সনদ প্রদানের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের আলেম-ওলামাদের একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাদেরকে এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে দেশের অর্থনীতিকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে আয়োজিত এ  মেলায় ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, এজি এগ্রো ফুডস লিমিটেড, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, প্রান ফুডস লিমিটেড, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডসহ প্রায় ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ