মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ইরানে খোমেনির মাজারে সশস্ত্র হামলা; পার্লামেন্ট ভবনে সন্ত্রসীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এছাড়াও ইরানের প্রাক্তন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রসী হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও ইরানের পার্লামেন্ট ভবনে সশস্ত্র সন্ত্রাসীারা প্রবেশ করেছে এবং পার্লামেন্ট ভবনে তারা কয়েকজনকে জিম্মি করেছে বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করেছে ডন, বিবিসি, ইন্ডিপেনডেন্ট ও টাইমস অব ইন্ডিয়া।

কমপক্ষে তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলি করতে করতে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। তাদের একজনের হাতে পিস্তল ও অন্য দুজনের হাতে একে-৪৭ রাইফেল রয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।

এতে একজন নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আরও দুজন দর্শনার্থী আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কতজনকে জিম্মি করা হয়েছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে খোমেনির মাজারে। সেখানেও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি জানায়, আগ্নেয়াস্ত্রধারীরা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়।

খবরে বলা হয়, বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গুলি করে একজন নিরাপত্তা প্রহরীকে আহত করে। একই সঙ্গে আধুনিক ইরানের প্রতিষ্টাতা আয়াতুল্লাহ খোমেনির মাজারেও হামলার ঘটনা ঘটেছে।

তবে ঘটনার বিস্তারিত এখনও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানাতে পারেনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ