সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

স্ত্রী-সন্তান নিয়ে ওমরাহ পালনে অনন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: স্ত্রী সন্তানকে নিয়ে ওমরাহ পালন করে এলেন চিত্র নায়ক অনন্ত জলিল! সম্প্রতি ফেসবুকে কিছু ছবি প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়। তিনি তার ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেন।

২০১৪ সালে একমাত্র ছেলের জন্মের পরেই পরিকল্পনা ছিল তাকে নিয়ে মক্কা-মদিনা জিয়ারত করে আসবেন। আর সেই লক্ষ্যেই চলতি বছরের ১৮ জানুয়ারি তিনি ওমরাহ পালনে সৌদি ভ্রমণে যান। এরপর গত ১৬ মে তিনি আবারও ওমরায় যান।

তবে সম্প্রতি আবারও ওমরাহ পালনে স্ত্রী সন্তানকে নিয়ে সৌদি গিয়েছিলেন তিনি। তবে এবার আর বিষয়টি আগে থেকে জানাননি। জানিয়েছেন ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অনন্ত তিনটি ছবি পোস্ট করেছেন। নিজের , বর্ষা ও একমাত্র ছেলে সন্তানের ছবি। তিনটি ছবিই পবিত্র মক্কা নগরীতে।

ছবি পোস্ট ছাড়াও অনন্ত লিখেন, আলহামদুলিল্লাহ। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে আবারও ওমরাহ পালন করলাম। গত ১৬ মে মক্কার উদ্দ্যেশে রওনা দিয়েছিলাম আর দেশে ফিরেছি ২৪ মে। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে পবিত্র রমজানে সহি নিয়তে রোজা রাখার তৌফিক দান করুন।

অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষ দুজনই বাংলা সিনেমায় অভিনয় করেন। তবে বেশ কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন আর ছবি করবেন না। নিজের ছেলেকে তিনি হাফেজ ও আলেম বানাবেন বলেও জানান মিডিয়াকে।

জীবনের প্রথম রোজা অবস্থায় পুলিশের নির্দয় লাঠির আঘাতে জখমপ্রাপ্ত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ