সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

বাংলার মাটিতে খালেদার রাষ্ট্র ক্ষমতায় আসার কোন সুযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ কে কখনো গ্রহণ করবে না, তার মানসিকতাকে জনগণ প্রত্যাখান করেছে, ভবিষ্যতেও  প্রত্যাখান করবে, আর এই বাংলার মাটিতে খালেদার রাষ্ট্র ক্ষমতায় আসার কোন সুযোগ নেই এবং বাংলাদেশের মানুষ আর সেই সুযোগ দিবে না। ’

তিনি সোমবার দুপুরে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, “অতীতের কর্মকাণ্ডের জন্য আপনি জাতির কাছে ক্ষমা চান নাই, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেও আপনি জাতির কাছে ক্ষমা চান নাই, অনুতপ্ত হন নাই, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে সারাদেশে আপনি যে তাণ্ডব চালিয়েছিলেন, ২০১৫ সালে পেট্রোল বোমা মেরে ২২০ জন মানুষকে হত্যা করেছেন, প্রায় ২০০০ মানুষকে অগ্নিদগ্ধ করে আরামে জীবন যাপন করেছেন। সেগুলো নিয়ে আপনি একটি কথাও বলেন নাই, দুঃখ প্রকাশ করেন নাই, অনুতপ্ত হন নাই, ক্ষমা প্রার্থনা করেন নাই, তার মানে এ সমন্ত কাজগুলো ভবিষ্যতে সুযোগ পেলে আপনি আবারো করবেন এটিই প্রমানিত। ’

এ কারনে দেশের জনগণ ভিশন ২০৩০ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

পৌর শহরের বালিকা বিদ্যা নিকেতন মাঠে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগ সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামছুল হক রেজা। জেলা কৃষকলীগের আহবায়ক ওমর হোসাইন ভুলুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ কে এম শাহজান কামাল, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক হিজবুল বাহার রানা প্রমুখ।

যা আছে খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ তে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ