সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

মানবিক কারণেই হাওরের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাওরের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। তিনি বলেন, ইসলাম মানুষের সেবা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা মানুষের সেবাকে নিজের সেবা বলেছেন। সুতরাং দুর্গত মানুষের সেবা করার আমাদের দায়িত্ব। এ সময় মানবিক কারণেই হাওরের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

আজ সকালে যাত্রাবাড়ি মাদরাসায় আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরুকে একান্ত আলাপে তিনি এসব কথা বলেন।

মসজিদের জায়গায় নাট্যশালা করার উদ্যোগ, মুসল্লিদের ক্ষোভ

ঘেমে পানি উঠছে ফ্লোরে; আতঙ্ক নয়, কারণ জেনে নিন

তিনি দেশের সরকার ও সরকারের বাইরের বিত্তবান মুসলমানদের হাওরেরর দুর্গত অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে বলেন। তিনি বলেন, সম্পদ আল্লাহর দান। আল্লাহ তা মানুষের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছেন। অসহায় দুর্বল মানুষের অধিকার এটা।

বিশেষত তিনি ইসলামি রাজনীতি দল, স্বেচ্ছাসেবী দল ও আলেম উলামাকে মানুষের কল্যাণে কাজ করার অনুরোধ করেন। তিনি বলেন, আলেমগণ নবির উত্তরসূরী। আমাদের নবী সা. মানুষের সেবা করেছেন, মানুষের বিপদে পাশে থেকেছেন, সুতরাং আলেমর উচিৎ অসহায় মানুষের কল্যাণে কাজ করা। সাথে সাথে মসজিদ ও মাদরাসাগুলোতে মানুষের দুঃখ-দুর্দশার জন্য আল্লাহর দরবারে দোয়া ও কান্নাকাটি অব্যাহত রাখা।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে দুর্যোগ আসে জাতীয় পর্যায়ের পাপের কারণে। সুতরাং আমাদের উচিৎ জাতীয় ও সামাজিক জীবনে আমাদের ছোট বড় গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ