রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’

কওমি স্বীকৃতির ঘোষণা ১১ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shikriti2_madrashaআওয়ার ইসলাম: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কওমি মাদরাসা সনদের স্বীকৃতির ঘোষণা আসছে। আগামী ১১ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কওমি কমিশনের কো চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।

তিনি বলেন, আশা করছি আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণা আসবে কওমি স্বীকৃতির। এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আলেমদের নিয়ে একটি বৈঠকে এ ঘোষণা দেবেন।

বৈঠকে কোন কোন আলেম উপস্থিত থাকবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেফাকুল মাদরারিসের সভাপতি আল্লামা আহমদ শফী থাকবেন বলে জানতে পেরেছি। তবে আর কে কে থাকবেন বৈঠকে তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

তবে বৈঠকে আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদসহ অন্যান্যদের মধ্যে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, গওহারডাঙ্গা বেফাক বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন, মুফতি আবদুল হালিম বুখারী, মুফতি আরশাদ রাহমানী ও মাওলানা আবদুল বাসেত বরকতপুরী উপস্থিত থাকবেন বলে সূত্র জানিয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও উন্নয়ন) সভাপতিত্বে ২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উল্লিখিত ৬ বোর্ডের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সবাই ঐকমত্যে পৌছেন বলে জানা গেছে।

আরআর

‘গরুর গোশতের মতো দেশে মদ, নেশা, অশ্লীলতাও বন্ধ করুন’

‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ