বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

'গরুর গোশতের মতো দেশে মদ, নেশা, অশ্লীলতাও বন্ধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmud-madani

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি বলেছেন, গরুর গোশত বন্ধ করায় মুসলামন শঙ্কায় নয়৷ এতে মুসলামনদের কোনো ক্ষতিও হবে না৷ ক্ষতি তো হবে রাষ্ট্রের৷ ভারত সরকার বিদেশে গোশত আমদানি করে প্রতি বছর প্রায় ২লাখ কোটি রূপি আয় করে থাকে৷ গোশত বন্ধ করলে এতো বড় রাষ্ট্রীয় আয়ের কী হবে? মুসলমান গোশত না খেয়েও থাকতে পারবে৷ সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, গরুর গোশত বন্ধের মতো পুরো দেশে মদ, নেশা, অশ্লীলতার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করুন৷ মাদকের ধ্বংস থেকে জাতিকে বাঁচান৷ দেশের উন্নয়নের প্রতি দৃষ্টি দিন৷ দেশ ও দেশের মানুষের কথা বলুন৷ জাতিগত বিভক্তি নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের কথা বলুন৷

গতকাল দেওবন্দের কাসেমপুরায় জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখা আয়োজিত ‘জাতীয় ঐক্য কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানি এসব কথা বলেন৷

ঢাকায় পৌঁছেছেন মক্কা-মদিনার ইমাম-উলামা

‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’

তিনি বলেন, সরকার আসবে, সরকার পরিবর্তনও হবে৷ কোনো সরকারই স্থায়ী নয়৷ উত্তর প্রদেশে সরকার পরিবর্তন হওয়ায় মুসলমানদের ভীত হবার কোনো কারণ নেই৷ যারা সত্য ন্যায়ের পক্ষে থাকে তাদের ওপর বিপদ আসবেই৷ সুতরাং চরম ধৈর্য আর নৈতিক উন্নয়নের মাধ্যমে সার্বিক অবস্থার মোকাবেলা করতে হবে৷ ধৈর্যের পরীক্ষায় যারা জয়ী হবে তারাই প্রকৃত বিজয়ী, সফলকাম৷ আমরা কখনো অন্যায় করি না, অন্যায়ের সঙ্গও দেই না৷ কিন্তু কেউ অন্যায় করলে তার বিরোধিতা আমরা করবোই৷

জমিয়ত নেতা হজরত মুফতি কারী আফ্ফান মানসুরপুরীর সঞ্চালনায় ও জমিয়তের সাহারানপুর জেলা শাখার সদর হজরত মাওলানা জহূর আহমদ সাহেবের সভাপতিত্ত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন দারুল দেওবন্দের সিনিয়র উস্তাদ হজরত মুফতি রাশেদ আজমি, জমিয়ত নেতা ও সিনিয়র শিক্ষক হজরত মাওলানা সালমান বিজনুরী, হিন্দু ধর্মের মহা ঠাকুর আচারিয়া প্রমোদ কৃষ্ণ, কানপুরের জমিয়ত সভাপতি মাওলানা মাতিনুল হক কাসেমিসহ অন্যান্য নেতৃবন্দ৷

আরো নিউজ

সরকার পরিবর্তনে মুসলমান ভীত নয়: নৈতিক উন্নয়নে অবস্থার মোকাবেলা করুন: মাদমুদ মাদানি

ouradd-filna


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ