শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


তিস্তা চুক্তি শেখ হাসিনার হাত ধরেই হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি নাও হতে পারে।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, গঙ্গা চুক্তি শেখ হাসিনার সরকার করেছে। একটু সময় লাগতে পারে। তবে তিস্তা চুক্তিও শেখ হাসিনার হাত ধরেই হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শুক্রবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর (দক্ষিণ) কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, 'ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে। সবকিছু বিবেচনা করেই তাদের একটা সিদ্ধান্ত নিতে হয়।'

ওবায়দুল কাদের বলেন, 'এজন্যই হয়তো তিস্তা চুক্তি হতে সময় লাগছে। এবার না হলে পরেরবার হবে। তবে এটা নিশ্চিত যে, তিস্তা চুক্তি শেখ হাসিনা সরকারের সময়েই হবে।'

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ