রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

চলছে ‘মদিনা প্রদর্শনী’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Madina 2

আওয়ার ইসলাম : মদিনার ঐতিহ্যবাহী কোবা মসজিদ প্রাঙ্গণে চলছে মদিনা প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে মদিনা শহরের ইতিহাস ও ঐতিহ্যসমূহ তুলে ধরা হয়েছে।

মদিনাকে ইসলামি বিশ্বের পর্যটন রাজধানী ২০১৭ এর মর্যাদা লাভ উপলক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ‘মদিনা মা’জার অব ফেইথ’ (মদিনা বিশ্বাসের আবাস)।

Madina 1

প্রদর্শনী পরিচালক মানসুর মুহাম্মদ আল গিফারি বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী ও হাজি প্রদর্শনীতে উপস্থিত হচ্ছেন। কখনো কখনো দর্শনার্থীর সংখ্যা এক হাজারেরও বেশি থাকে। প্রদর্শনী চলে সকাল থেকে রাত পর্যন্ত।

মানসুর গিফারি বলেন, ‘প্রদর্শনীর মাধ্যমে মদিনা শহরের ঐতিহ্য ও ইসলামের ইতিহাসে তার অনন্য অবদানের কথা তুলে ধরা হয়েছে। বিশেষত মুহাম্মদ সা. এর মাদানি জীবনের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

Madina 3

তিনি আরও বলেন, ‘প্রদর্শনীকে ১৫ সেকশনে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক সেকশনে মদিনা শহরের ভিন্ন রূপ ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। বিবরণী তুলে ধরা হয়েছে আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ও তুর্কি ভাষায়।’

Madina 4

প্রদর্শনী পরিচালক জানান, শিক্ষা ও গবেষণায় কিং আবদুল আজিজ ফাউন্ডেশনের অবদান তুলে ধরাও প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, কিং আবদুল আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ প্রদর্শনী চলছে।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ