মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

নির্বাচন কমিশনের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

km nuruআওয়ার ইসলাম : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। আমাদের চেষ্টা থাকবে যাতে সব দল নির্বাচনে অংশ নেয়। সাংবিধানিকভাবে আমরা দায়িত্ব গ্রহন করেছি।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ সব কথা বলেন।
বিএনপি নির্বাচনে আসবে কি না সংবাদিকদের এমন প্রশ্নের  জবাবে সিইসি বলেন, এখানে এ প্রশ্ন করবেন না। এ প্রশ্নের জবাব দেয়ার পরিবেশ এটা নয়। আমি আগেও  পত্রপত্রিকা ও মিডিয়ায় এ প্রশ্নের জবাব অনেক বার  দিয়েছি। তা প্রচার হয়েছে। সঙ্গত কারণে এ বিষয়ে এখানে কথা বলার মন মানসিকতা আমাদের নেই।
এর আগে দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া পৌছে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গববন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এনআইডি-র ডিজি বিগ্রেডিয়ার জেনারেল সহিদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন  মীর্জা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ সহ প্রশাসন ও নির্বাচন কমিশনের পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ