রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’

স্ত্রীর জন্য ভালোবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sajahan

আওয়ার ইসলাম : তাজমহল। স্ত্রী মমতাজের প্রতি ভালবাসায় তৈরি এই স্মৃতিসৌধ নির্মাণ করে চির প্রসিদ্ধ হয়ে রয়েছেন সম্রাট শাহজাহান। ভালবাসার দিবসে এমনই এক শাহজাহানের খোঁজ মিলল ভারতে।

উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই ‘শাহজাহান’য়ের নাম ফইজুল হাসান কাদরি, বয়স ৭৭। এক সময় তিনি ছিলেন পোস্টমাস্টার। নিজের বাড়ির ছাদ থেকেই তিনি দেখতে পান শাহজাহানের ভালবাসার প্রমাণ, তাজমহল। সেই ফইজুল স্ত্রী তাজাম্মুলি বেগমের স্মৃতিতে তৈরি করে ফেলেছেন আর এক তাজমহল। বুলন্দশহরের লোকজন যাকে বলে ‘মিনি তাজমহল’।

স্ত্রীর স্মৃতিতে ফইজুলের তাজমহল ফইজুলদের কোনও সন্তান ছিল না। মৃত্যুর সময়ে বিছানায় স্ত্রী বলেন, “আমাদের নাম বহন করার মতো কেউ নেই, নেই কোনও স্মৃতি।” আর সেই দিনই তিনি ঠিক করে ফেলেন এমন কিছু একটা করবেন যা  দেশবাসী মনে রাখবে।

Sajahan2

তিল তিল করে জমানো টাকা দিয়ে তিনি তৈরি করেছেন এই স্মৃতিসৌধ। পেনশনের কিছু টাকাও এর পিছনে ঢেলে দিয়েছিলেন। প্রথমে ৬ লক্ষ টাকা দিয়ে জমি কেনেন ফইজুল কাদরি। সেই জমিতে ৩ লক্ষ টাকা দিয়ে তৈরি করেন এই মিনি তাজমহল। এখন প্রায় বছরে এক লক্ষ টাকার কাছাকাছি খরচা করেন ভালবাসার স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণে।

কাদরি ২০১২ সাল থেকে নিজের হাতেই গড়ছেন এই মিনি তাজমহল। প্রত্যেক দিন আট ঘণ্টার কাছাকাছি কাজ করেন তিনি। জীবনের শেষ পর্যায়ে এসে এসবই তিনি সম্ভব করেছেন কেবল ভালবাসার জন্য। বেঁচে থাকতে থাকতে তিনি এই তাজমহলের সম্পূর্ণ রূপটি দেখে যেতে চান। আপাতত সিমেন্ট বালি দিয়েই গাঁথা হচ্ছে এই মহল। ফইজুলের আশা, ভবিষ্যতে আরও আধুনিক করে ফেলবেন তাঁর সাধের তাজমহলকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ