বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নবীজী সা. পৃথিবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী: মাওলানা খুরশিদ আলম কাসিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2586ইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খুরশিদ আলম কাসিমি বলেন- "নবীজী সা. কে কাফেররা পাগল বলেছে। আল্লাহ শপথ করে জানিয়ে দিয়েছেন- নবীজী সা. পাগল নন; নবীজী সা. কুলজাহানের মধ্যে সুন্দর, শ্রেষ্ঠ ও উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব। তথাপি কাফেররা পিয়ারা নবীজী সা. কে গালি দিতে কুণ্ঠাবোধ করেনি, এদের প্রেতাত্মাদের জন্যে উম্মতের উলামায়ে কেরামকে গালি দেয়া কঠিন কিছু নয়। আসলে পাগলেরাই রাসূলকে সা. গালি দিতো। যমানার পাগলেরা আলেমেদেরকে গালি দেয়।"

জেনে রাখুন- "রেসালাতের দ্বারা রাসূলের সা. গতিপথ হয় আরশে আযীমের দিকে আর রাসূলের সা. সাহচর্যে উম্মতের উলামায়ে কেরামের গতিপথও আরশে আযীম হয়ে যায়। জাগতিক জ্ঞানে সর্বোচ্চ চন্দ্র-সূর্য পর্যন্ত পৌঁছা যায় আর দিল ভালো হলে আধ্যাত্মিক জ্ঞানে মহান মাওলা পর্যন্ত পৌঁছা যায়।"

তিনি আরোও বলেন- "নেতার কথা বুঝতে মাথা লাগেনা কিন্তু; উলামায়ে দ্বীনের কথা বুঝতে মাথা লাগে। জেনারেল ধারার উচ্চশিক্ষিত লোকেরা যদি বুঝতো- দ্বীনের মধ্যে কী মঝা তবে; দ্বীনওয়ালা না হয়ে মৃত্যুবরণ করতো না, বিধর্মীরা যদি বুঝতো; সকলেই মুমিন হয়ে যেতো।"

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অন্যান্য লোকদের ধন্যবাদ জানিয়ে বলেন- "দেরিতে হলেও তারা বুঝতে পারছেন জঙ্গী কোথায় সন্ত্রাস কোথায়, তাঁদের এউপলদ্ধির জন্যে তাদেরকে সাধুবাদ।"

সিলেট সদর উপজেলা আল-ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিলে উপরোক্ত কথাগুলো বলে।

হাফিজ ক্বাজি জুনাইদ আহমদের সভাপতিত্বে ও মুফতি জাকারিয়া আহমদের পরিচালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন- হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারি, মাওলানা নজমুদ্দিন কাসিমি, মাওলানা নূরুল হক, রেজাউল করীম জালালী, সিরাজুল ইসলাম সিরাজী প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ