শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

কোম্পানির বস এক রেটে বিক্রি করতে বলার পর এতে কমবেশি করা যাবে কিনা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mal_dokan_oshudhপ্রশ্ন: আমি একটি কোম্পানিতে চাকরি করি।বিভিন্ন কোম্পানির ওর্ডার নিয়ে কাজ করি। আমি একজন র্মাকেটিং কর্মকর্তা। আমাকে একটি কোম্পানির মাল তৈরির জন্য আমার কোম্পানি রেট দিয়েছে পিছ ৫ টাকা, আমি ঐ কোম্পানিকে রেট দিয়োছি ৬ টাকা। অতিরিক্ত এক টাকা আমার জন্য হালাল ববে কিনা?

উল্লেখ্য আমার এক টাকা থেকে ঐ কোম্পানির থেকে যার মাধ্যমে অর্ডার নেই তাকেও অর্ধেক দিতে হয়। না হলে আমাকে সে অর্ডার দিবে না।
তাকে দেওয়া না দেওয়া উভয় অবস্থার মাসয়ালা জানাবেন।

উত্তর: আপনি কোম্পানির নির্দিষ্ট বেতনভূক্ত চাকরিজীবী। আপনাকে মূলত রাখাই হয়েছে অন্য কোম্পানি থেকে কাজ পাইয়ে দিয়ে কোম্পানিকে ব্যবসায় সুযোগ করে দেয়া। সুতরাং আপনার জন্য কোম্পানি নির্ধারিত রেটের চে’ বেশি টাকায় কাজ নিয়ে তা কোম্পানিকে না জানিয়ে ভোগ করা জায়েজ হবে না। কারণ আপনার নেয়া কাজটি করবে কোম্পানির নির্ধারিত ব্যক্তিরা। যাদের বেতন-ভাতা দেয় কোম্পানি আপনি নয়। যেসকর সরঞ্জামাদী ব্যবহৃত হবে উক্ত বস্তটি প্রস্তুত করতে তার খরচও বহন করবে কোম্পানি। তাই কাজটির মূল মালিক কোম্পানি। এতে তাদের অনুমতি ছাড়া অন্য কারো মুনাফা অর্জনটা খিয়ানত হবে। অন্যায় হবে। তাই এ কাজটি কিছুতেই জায়েজ নয়।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ (29) অর্থাৎ হে মুমিনরা! তোমরা পরস্পরের মালকে অন্যায়ভাবে গ্রাস করনা, তবে ব্যবসায়িক পদ্ধতিতে পারস্পরিক সন্তুষ্টচিত্তে হল ভিন্ন কথা। {সূরা নিসা-২৯}

তবে আপনি যদি আপনার চাকরিকৃত কোম্পানির কাছ থেকে এভাবে অনুমোদন নিয়ে নেন, আপনি কোম্পানির নির্ধারিত রেটের চে’ বেশি যদি উসুল করতে পারেন, তাহলে কোম্পানি এতে অনুমোদন দিলে আপনার জন্য তা বৈধ হবে নতুবা নয়। আর আপনার জন্য যখন বৈধ হবে তখন তাকে দেয়াও বৈধ হবে। আর অনুমোদিত না হলে কারো জন্যই তা জায়েজ হবে না।

[সূত্র: আহলে হক মিডিয়া]

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ