মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

মোদীকে সরিয়ে জাতীয় সরকার গঠনের ডাক দিলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

momotaআওয়ার ইসলাম: শুক্রবার কলকাতা টাউন হলে এক প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে জাতীয় সরকার গঠনের  আহ্বান জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশ চালানোর নামে কেবল সন্ত্রাস এবং হল্লাবাজি চলছে। আমরা প্রেসিডেন্টের কাছে দেশকে বাঁচানোর আবেদন করছি। রাজ্য সরকারকে না জানিয়ে গায়ের জোরে রাজ্যে সিআরপিএফ নামিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রেসিডেন্ট শাসন জারি হোক। রাজনৈতিক বিভেদ ভুলে আমাদের ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা উচিত।’
মমতা বলেন, ‘মোদির পক্ষে দেশ চালানো সম্ভব নয়। দেশের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। দেশ, জাতি, রাজ্যকে বাঁচাতে প্রেসিডেন্টের কাছে আবেদন জানাব।’
তিনি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। এমনকি প্রধানমন্ত্রীকে কালিদাসের সঙ্গে তুলনা করে 'যে ডালে তিনি বসে আছেন সেই ডালই কেটে ফেলছেন' বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নোট বাতিলের ফলে রাজ্যে ১.৭ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের ৫ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। চা, পাট, গহনা ইত্যাদি শিল্পে ৮১ লাখ ৫০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।’
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। এটা একটা সাঙ্ঘাতিক খেলা।’ তিনি কটাক্ষ করে বলেন, ‘আমরা জনগণের কাজ করব না মোদির পুজো করব?’
মমতা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরিয়ে তার জায়গায় প্রস্তাবিত জাতীয় সরকারে বিজেপির সিনিয়র নেতা এল কে আদবানী, রাজনাথ সিং অথবা অরুণ জেটলিকে বসানো হলেও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ