শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরা মিলিয়ে পড়লে নামাজের কী হুকুম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

namajমুফতি দিদার শফিক: অনেক সময় বেখেয়ালির  কারণে নামাজে ভুল হয়। যথাসম্ভব নামাজে পূর্ণ মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে। ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়া নিয়ম। ভুলে সুরা ফাতিহার পর অন্য সুরা মিলালে নামাজ নষ্ট হবে না। সাহু সিজদাও ওয়াজিব হবে না। ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়া   সুন্নাত। সুরা ফাতিহার পর অন্য সুরা মিলানো সুন্নাত পরিপন্থী ।হাদিসে আছে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তেন। -মুসলিম:৪৫১,

মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস ৩৭৪৩-৩৭৬২; আলবাহরুর রায়েক ১/৩২৬; শরহুল মুনইয়াহ ৩৩১; রদ্দুল মুহতার ১/৪৫৯।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ