মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

netaniahuআওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর তদন্তে নামে পুলিশ।

ইসরায়েলি বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ ওঠার পর নেতানিয়াহু এক বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করেন। জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তিনি দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিকভাবে কয়েক হাজার ডলার মূল্যের ‘উপহার’ নিয়েছেন।

নেতানিয়াহু সোমবার বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গণমাধ্যম ও বিরোধী দলগুলোর কার্যালয়ে উৎসবের মেজাজ লক্ষ করেছি। আমি তাদের বলছি, এখনই উদ্যাপন নয়। অপেক্ষা করুন। তাড়াহুড়া করবেন না। ’

গত কয়েক মাসে প্রকাশ পাওয়া বেশ কয়েকটি কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী জড়িত থাকতে পারেন বলে অভিযোগ ওঠানো বিরোধীরা এ বিষয়ে তদন্তের দাবি তোলে। তবে কোনো ঘটনাতেই এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। নতুন সাবমেরিন কেনার আলোচনায় নেতানিয়াহুর আইনজীবী জার্মানির বিক্রেতা কম্পানির প্রতিনিধিত্ব করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত মাসে তদন্ত শুরু হয়। এ ছাড়া সরকারি অর্থের অপচয়, সরকারি উপহার রাষ্ট্রের মহাফেজখানায় জমা না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।সূত্র : এএফপি।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ