মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

১৮ বছর পর পেট থেকে কাঁচি উদ্ধার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kachiআওয়ার ইসলাম: ভিয়েতনামের মা ভান নাত নামের ৫৪ বয়েসী একজনের পেট থেকে ১৮ বছর পর অপারেশনের সময় ভুলে পেটের ভেতর রেখে দেওয়া দুটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

১৮ বছর তিনি এক জোড়া কাঁচি পেটে নিয়েই স্বাভাবিক জীবন যাপন করেছেন। গত মাসে এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হলে  তার শরীরে আলট্রাসাউন্ড স্ক্যান করলে ডাক্তাররা দেখতে পান তার মলাশয়ের কাছে ঝকঝকে ছুরি।

লম্বায় প্রায় ১৫ সেন্টিমিটার বা ছয় ইঞ্চির মতো দুটি কাঁচি পেটে আছে এটা নিশ্চিত হয়ে ডাক্তাররা তাকে অপারেশনের পরামর্শ দেয়।

তারপর তার শরীরে তিন ঘণ্টা ধরে চালানো এক অপারেশনের পর তলপেট থেকে দুটো কাঁচিই বের করে আনা হয়েছে। এজন্যে রাজধানী হ্যানয় থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিলো।

বলা হচ্ছে, পেটের ভেতরে ছুরি দুটো নিয়েই গত প্রায় দুই দশক ধরে তিনি খাওয়া দাওয়াসহ সবকিছু ঠিকঠাক মতোই করে আসছিলেন।

তিনি জানান, মাঝে মাঝে তার শুধু একটু পেটে ব্যথা হতো।

এছাড়া তিনি আর কিছুই বুঝতে পারেন নি।

মি. মা এখন সেরে উঠছেন। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যেতে পারেন।

চিকিৎসকরা বলছেন, ১৯৯৮ সালে মা ভান নাতের শরীরে অপারেশনের সময় ভুলে তার পেটের ভেতরে এই কাঁচি দুটো রেখে দেওয়া হয়েছিলো।

তখনও সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে অপারেশন করা হয়েছিলো আর তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে এই ঘটনা ঘটেছে।

ডাক্তাররা বলছেন, কাঁচি দুটোর হাতলে সামান্য মরচে পড়ে গেছে এবং দুটোই ওই ব্যক্তির পেটের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িয়ে গেছে।

এই ঘটনা তদন্ত করে দেখার জন্যে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ