রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’

হাটহাজারিতে শনিবার বৈঠক : আসতে পারে ঐক্যের ফর্মুলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikriti

আওয়ার ইসলাম :  সবার মতামতের ওপর ভিত্তি করে কওমি সনদের স্বীকৃতির জন্য বেরিয়ে আসতে পারে ঐক্যের ফর্মুলা । দীর্ঘ বছর কওমি শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই সামনে আসে কওমি সনদের স্বীকৃতির বিষয়টি।

শনিবার শনিবার চট্রগ্রামের হাটহাজারিতে কওমি সনদের স্বীকৃতির জন্য ঐক্যের ফর্মুলা খোঁজতে একটেবিলে বসছেন কওমি মাদরাসা কেন্দ্রিক চার বোর্ডের প্রতিনিধিরা।

ঐক্যের এই বৈঠকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী সভাপত্ত্বিত করবেন। বৈঠকে  সরকার গঠিত কওমি মাদরাসা শিক্ষা কমিশনের কো-চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদসহ উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রামের ইত্তেহাদুল মাদারিসের সভাপতি ও দারুল মা’আরিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী,  মহাসচিব ও পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া গহরডাঙ্গা বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন, উত্তরবঙ্গের তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, সিলেটের আযাদ দীনি এদারার সেক্রেটারি মাওলানা আবদুল বাছিত বরকতপুরীসহ কওমি মাদরাসার বোর্ডগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা নূর হোসেন কাসেমী,  মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নব মনোনীত বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ উপস্থিত থাকবেন  বলে জানা গেছে।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ