মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

চোখের পাতা নড়ছে না, শরীরে জমেছে পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসপাতাল থেকে হুমায়ুন আইয়ুব

abdul-jabbar2ঢাকার মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালের ৩য় তলায় ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী।

সকাল থেকেই মাওলানা আবদুল জব্বার আইসিউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন। চোখের পাতা নড়ছে না। অনেকটা ঘোলাটে হয়ে আছে। শরীরে জমেছে পানি। কর্তব্যরত ডাক্তাররা পরিবার ও দায়িত্বশীলদের এমনটিই জানিয়েছেন।

হাসপাতালে উপস্থিত আছেন মাওলানা আবদুল জব্বারের দুই ভাই সোহরাব আলী ও শেখ সরোয়ার হোসেন।

উপস্থিত আছেন মেয়ে ও মেয়ের জামাইসহ অন্যান্য আত্মীয়। বেফাকের পক্ষ থেকে সার্বিক দেখাশোনার জন্য রয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এছাড়াও বিশিষ্ট লেখক মুহাম্মদ যাইনুল আবিদী দুপুরে হাসপাতালে এসেছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন মাদরাসার মুহতামিগণ উপস্থিত রয়েছেন।

৮৪ বছর বয়সী মহান এই ব্যক্তিত্ব জীবনের সবকিছু ঢেলে গড়ে তুলেছেন কওমি মাদরাসাগুলোর প্রতিনিধিত্বশীল দেশের সর্ববৃহৎ সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

৫ ভাইয়ের মধ্যে মাওলানা আবদুল জব্বার দ্বিতীয়। মাওলানা আবদুল জব্বারের একজন বোনও আছেন। বাগেরহাট কচুয়া থানার সহবতকাঠি গ্রামর মরহুম নাসিম উদ্দীনের সন্তান মাওলানা আবদুল জব্বার।

একটি ধার্মিক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া মহান এই ব্যক্তি ঢাকার বড় কাটারা মাদরাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন। তার জীবনের গৌরবময় অধ্যায় রচনা করেছেন বেফাকুল মাদারিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

আরআর

http://ourislam24.com/2016/11/17/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ