মুফতি অকিল উদ্দিন যশোরী
প্রশ্ন- আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে ডাক্তার বললেন, বাচ্চার পানি শুকিয়ে গেছে । পানি না থাকায় দেরি করলে বাচ্চা মরা হবে । তাই তিনি বলছেন, এখনও স্পন্দন চলছে, তাই দেরি না করে এখনই বাচ্চা নষ্ট করে দিন । এভাবে বাচ্চা নষ্ট করা বৈধ হবে কি?
উত্তর- ছয় মাসের বাচ্চা নষ্ট করলে মানুষ হত্যা করার কারণে হারাম হবে । আর ডাক্তারের কথা মান্য করে বাচ্চা হত্যা করলে মাতা পিতা অনেক বড় গুনাহগার হবেন ।
"وكذلك المرأة يسعها أن تعالج لإسقاط الحبل ما لم يستبن شيء من خلقه وذلك ما لم يتم له مائة وعشرون يوما ثم إذا عزل وظهر بها حبل هل يجوز نفيه؟ قالوا إن لم يعد إلى وطئها أو عاد بعد البول ولم ينزل جاز له نفيه وإلا فلا كذا في التبيين."
الفتاوى الهندية ١/ ٤٠١ كتاب النكاح، الباب التاسع في نكاح رقيق. زكريا بكڈپو دیوبند۔
আলফাতাওয়াল হিন্দিয়া ১/৪০১
আরএইচ/