শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ।। ৫ পৌষ ১৪৩২ ।। ২৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল, খুলে দেয়া হলো সংসদ ভবনের গেট জানা গেল কে পড়াবেন শহীদ ওসমান হাদির জানাজার নামাজ হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক শরীফ ওসমান হাদিকে নিয়ে শিল্পী আবু উবায়দার নতুন গান শহীদ ওসমান হাদির শেষ গোসল দেবে আল-মারকাজুল ইসলামী নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপের ঘোষণা অনুষ্ঠান শুরু ওসমান হাদির জানাজা ঘিরে ১ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’সহ কঠোর নিরাপত্তা ওসমান হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন: জামায়াত আমির সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া শহীদ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত হলেন অধ্যাপক তাজিন আফরোজ

উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ কেন হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

রক্তচাপ (Blood Pressure) হলো হৃদপিন্ডের ধাক্কায় রক্ত যখন ধমনীর মধ্য দিয়ে চলে, তখন রক্ত ও ধমনী দেওয়ালের মধ্যকার চাপ। স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ mmHg। এই মাত্রা যদি এর চেয়ে বেশি বা কম হয়, তখন বলা হয় হাই প্রেশার বা লো প্রেশার।

উচ্চ রক্তচাপ (High Blood Pressure / Hypertension) কেন হয়?

১. মানসিক চাপ ও উদ্বেগ: দীর্ঘমেয়াদে টেনশন বা স্ট্রেস থাকলে রক্তচাপ বেড়ে যায়।  
২. অতিরিক্ত লবণ খাওয়া: বেশি লবণ রক্তে সোডিয়াম বাড়ায়, যা প্রেশার বাড়ায়।  
৩. অস্বাস্থ্যকর জীবনযাপন: ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল, অনিয়মিত ঘুম ইত্যাদি কারণ হতে পারে।  
৪. স্থূলতা ও ব্যায়ামের অভাব: শরীরে অতিরিক্ত চর্বি জমলে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে।  
৫. বংশগত কারণ: পরিবারে কারও হাই প্রেশার থাকলে ঝুঁকি বাড়ে।  
৬. কিডনি রোগ বা হরমোনজনিত সমস্যা।

নিম্ন রক্তচাপ (Low Blood Pressure / Hypotension) কেন হয়?

১. অপর্যাপ্ত পানি পান: ডিহাইড্রেশনে রক্তচাপ কমে যেতে পারে।  
২. দীর্ঘসময় না খাওয়া: রক্তে গ্লুকোজ কমে গেলে প্রেশার কমে।  
৩. রোগ বা সংক্রমণ: টাইফয়েড, ডেঙ্গু ইত্যাদি রোগে প্রেসার কমে যেতে পারে।  
৪. হার্টের সমস্যা: হার্ট ঠিকমতো পাম্প না করলে রক্তচাপ কমে।  
৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু ওষুধ (যেমন: ডিপ্রেশনের বা ডায়ুরেটিক) প্রেসার কমাতে পারে।  
৬. গর্ভাবস্থা বা হরমোনের ভারসাম্যহীনতা

উচ্চ ও নিম্ন রক্তচাপ দুইটাই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিয়মিত রক্তচাপ মাপা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সমস্যার লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ