বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে’ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তাদের মূলোৎপাটন প্রয়োজন: হেফাজত ‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪ জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা কাল গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রেজওয়ানা হাসান গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’

দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী আইসিইউতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অসংখ্য আলেমের উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী ভীষণ অসুস্থতায় ভুগছেন। তিনি ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগর হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন। 

দারুল উলুম দেওবন্দের উস্তাদ মাওলানা জাররার কাসেমী আওয়ার ইসলামকে বলেন, হজরত গতকাল সোমবার (১৪ জুলাই) প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রখ্যাত এই আলেমের সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন তাঁর ছাত্র ও ভক্ত-অনুরাগীরা। 

মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দারুল উলুম দেওবন্দের ১৪তম প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৩৩ সালের ১১ আগস্ট ভারতের আজমগড়ের খায়রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। মোবারকপুরের মাদরাসা ইয়াহইয়া উল উলুম, দারুল উলুম মৌ এবং লখনউয়ের দারুল মুবাল্লিগীনে পড়াশোনার পর মাজাহির উলুম, সাহারানপুরে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। পাশাপাশি তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। 

ব্যক্তিগতভাবে তিনি হুসাইন আহমদ মাদানীর কাছে সহীহ বুখারী ও সুনান আত-তিরমিজী এবং মিরাজুল হক দেওবন্দির কাছে আল মুতানাব্বির দেওয়ানের পাঠ গ্রহণ করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি মালেগাঁওয়ের মাহদে উলুমে শিক্ষকতা করার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। এরপর তিনি মোরাদাবাদের মাদরাসা হায়াতুল উলুমে যোগদান করেন। এখানে তিনি একাধারে ২৩ বছর ইসলামি আইনশাস্ত্র বিভাগের দায়িত্বে ছিলেন।

১৯৮৮ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন এবং অল্প সময়ে দারুল ইফতা বিভাগে পদোন্নতি পান। 
২০০৮ সালে তিনি প্রধান মুফতি নির্বাচিত হন। 

তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রাসূলপ্রেমের একগুচ্ছ গল্প, আপনার নামাজ ত্রুটিমুক্ত করুন, ঈমান ও ইয়াকিন, হাশিয়া ফতোয়ায়ে রশিদিয়্যা, মাসায়েলে কুরবানি, রমাদান আওর উসকে রোজ, শবে বরাত আরও কুরআন, শরাহে মুফিদুত তালিবীন, যাকাত কি আহমিয়্যাত ইত্যাদি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ