সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ডেঙ্গু জ্বরে জামিয়া সাঈদীয়া কারীমিয়া মাদরাসা শিক্ষার্থীর মুত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাজেম বিন আশরাফ নামের এক মাদরাসা শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। 

কাজেম বিন আশরাফ রাজধানীর ভাটারায় অবস্থিত জামিয়া সাঈদীয়া কারীমিয়ার কাফিয়া জামাতে পড়াশোনা করত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃ্ত্যু হয় বলে জানিয়েছে জামিয়া সাঈদীয়া কারীমিয়ার সাবেক শিক্ষক হানিফ রাইয়ান কাসেমী নদভী। 

কাজেম বিন আশরাফ ভোলা জেলার লালমোহনে তার গ্রামের বাড়ি, তবে রাজধানীর সাঈদনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে। বাবা আলেম আশরাফুজ্জামান দীনি খেদমতে নিয়োজিত।  স্বপরিবারে সৌদির মদিনায় থাকাকালীন মদিনার পবিত্র মাটিতে কাজেমের জন্ম হয়েছিল। পরে ৬ বছর বয়সে বাংলাদেশে  চলে আসে।

জামিয়া সাঈদীয়া কারীমিয়ায় বিকাল ৪ টায়  জানাজা শেষে গ্রামের বাড়ি ভোলা লালমোহনে দাফন করার জন্য লাশ নেওয়া হয়। 

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ