শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ।। ২৫ আশ্বিন ১৪৩২ ।। ১৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে: ড. আহমদ আবদুল কাদের শ্রমিক মজলিসের সেমিনার অনুষ্ঠিত কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি মুরাদনগর উপজেলা জমিয়তের নামাজ চলাকালীন গান-বাজনার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে: মাওলানা আবদুর রব ইউসুফী  পিআরসহ ৫ দফা দাবীতে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন দিতে হবে: পীর সাহেব চরমোনাই ‘পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে শেষ দিন পর্যন্ত লড়াই করবে ইসলামী আন্দোলন’ জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনী তফসিলের পূর্বেই গণভোট দিতে হবে: নেজামে ইসলাম পার্টি লালবাগ কেল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে গ্রুপ মেডিটেশন ও ইয়োগা অনুষ্ঠান ইসরায়েলি সেনারা সরছে, নিজ ভূমিতে ফিরছে ফিলিস্তিনিরা

নামাজ চলাকালীন গান-বাজনার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে: মাওলানা আবদুর রব ইউসুফী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের ফরজ নামাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী জাতীয় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আয়োজনের সময় উচ্চস্বরে গান-বাজনা ও সাউন্ড সিস্টেমের ব্যবহার নামাজে নিয়োজিত মুসল্লিদের একাগ্রতা মারাত্মকভাবে ব্যাহত করেছে।এটি অত্যন্ত দুঃখজনক যে, একটি ৯২ শতাংশ মুসলমান অধ্যুষিত দেশে জাতীয় মসজিদের নামাজের মতো পবিত্র ও ফরজ ইবাদতের সময় এই ধরনের গাফিলতি ইসলাম ও মুসলমানদের প্রতি চরম অসচেতনতা, অবহেলা ও অসম্মান প্রদর্শন।
 
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।
 
বিবৃতিতে তিনি আরো বলেন,নামাজ আল্লাহর ফরজ বিধান, যা কোনোভাবেই অবহেলার শিকার হতে পারে না। জাতীয় মসজিদের সম্মান রক্ষা করা শুধু সরকারের নয়, জাতির সম্মিলিত দায়িত্ব।যারা এই গাফিলতির সঙ্গে জড়িত, তারা সরাসরি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
 
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার,ভবিষ্যতে জাতীয় মসজিদের আশেপাশে নামাজের সময় সমস্ত ধরনের উচ্চ শব্দযুক্ত কার্যক্রম বন্ধে প্রশাসনিক নির্দেশনা জারি করার,সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা ও আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করার দাবি জানান‌।
 
তিনি বলেন,আমরা আশা করি সরকার, ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনাবলি পুনরাবৃত্তি না ঘটে।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ