জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের ফরজ নামাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী জাতীয় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আয়োজনের সময় উচ্চস্বরে গান-বাজনা ও সাউন্ড সিস্টেমের ব্যবহার নামাজে নিয়োজিত মুসল্লিদের একাগ্রতা মারাত্মকভাবে ব্যাহত করেছে।এটি অত্যন্ত দুঃখজনক যে, একটি ৯২ শতাংশ মুসলমান অধ্যুষিত দেশে জাতীয় মসজিদের নামাজের মতো পবিত্র ও ফরজ ইবাদতের সময় এই ধরনের গাফিলতি ইসলাম ও মুসলমানদের প্রতি চরম অসচেতনতা, অবহেলা ও অসম্মান প্রদর্শন।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরো বলেন,নামাজ আল্লাহর ফরজ বিধান, যা কোনোভাবেই অবহেলার শিকার হতে পারে না। জাতীয় মসজিদের সম্মান রক্ষা করা শুধু সরকারের নয়, জাতির সম্মিলিত দায়িত্ব।যারা এই গাফিলতির সঙ্গে জড়িত, তারা সরাসরি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার,ভবিষ্যতে জাতীয় মসজিদের আশেপাশে নামাজের সময় সমস্ত ধরনের উচ্চ শব্দযুক্ত কার্যক্রম বন্ধে প্রশাসনিক নির্দেশনা জারি করার,সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা ও আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করার দাবি জানান।
তিনি বলেন,আমরা আশা করি সরকার, ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনাবলি পুনরাবৃত্তি না ঘটে।
এলএইস/