বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ।। ২৩ আশ্বিন ১৪৩২ ।। ১৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আলোকচিত্র শিল্পী শহিদুল আলমকে আটক, জামায়াতের গভীর উদ্বেগ ও নিন্দা ইসরাইলি আগ্রাসনে সহযোগিতা করায় ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা শরিয়াহ আইন প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর বর্তাবে কি, যা বললেন শিশির মনির আলোকচিত্রী শহিদুল আলমকে নিরাপদে ফেরানোর দাবি জমিয়তের মহাসড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার বাংলাদেশ সফরে দ্বীনিয়াতের ভারতীয় মুরব্বি আলেমরা, দেখে নিন সফরসূচি কোরআন অবমাননা নিয়ে ৩২৫ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি স্থিতিশীলতা ও উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য: ধর্ম উপদেষ্টা

মাদরাসায় ক্রিকেট চালুর ঘোষণা বিসিবির, মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার মাঝে অন্যতম মাদরাসা ক্রিকেট চালু করা। তাদের মতে, দেশের মাদরাসাগুলোতে অসংখ্য ভালো খেলোয়াড় দেখতে পাওয়া যায়, যারা যথাযথ পরিচর্যা এবং পর্যাপ্ত সুযোগের অভাবে ঝড়ে পড়ে।

মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কুল-কলেজের পাশাপাশি মাদরাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা বলেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।

এদিকে বিসিবি শুধু আলিয়া নাকি কওমি মাদরাসাতেও এই ক্রিকেট চালু করতে চায় সেটা পরিষ্কার করেনি। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটাকে ভালো উদ্যোগ হিসেবে দেখলেও মাদরাসা সংশ্লিষ্টদের বড় অংশ এটাকে ভালোভাবে দেখছে না। এর দ্বারা মাদরাসার ঐতিহ্য ক্ষুণ্ন হবে বলে মনে করছেন তারা।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ হোসেন সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই খবর জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে অনেকে নানা ধরনের কমেন্ট করছেন।

মুহাম্মদ শেখ সাদী নামে একজন লিখেন- কুরআন ও হাদিসের দৃষ্টিতে প্রচলিত ক্রিকেট খেলা হারাম, জুয়ার অন্তর্ভুক্ত, মাদরাসার সকল ছাত্ররা এই হারাম থেকে বেঁচে থাকার জন্যই মাদরাসায় লেখাপড়া করে, সুতরাং তোমাদের হারাম কাজের সিদ্ধান্তকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম, সৎ সাহস থাকলে দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে কুরআনে হাফেজকে কুরআন শিক্ষক হিসেবে নিয়োগ দিন।

মোবাশ্বিরা হাবিবা নামে একজন লিখেন- স্কুল-কলেজে দ্বীনী-শিক্ষার অভাবে পশু হয়ে যাচ্ছে স্টুডেন্টরা‚সেদিকে কোনো নজর নেই। বরং কুরআন হাদিসের চর্চাকে ব্যাঘাত ঘটাতে খেলার দ্বারা পাঁয়তারা করা হচ্ছে। এমন শয়তানি বুদ্ধিকে ধিক্কার জানাই।

আব্দুর রহমান রাহমানী নামে একজন লিখেন- বর্তমানে জাতীয় আন্তর্জাতিক ক্রিকেট মানেই সবচেয়ে বৃহৎ জুয়া। যার শুরু হয় গ্রামঅঞ্চল থেকে। আগের সেই সম্মিলিত হাসিখুশির খেলা অনেক আগেই বিদায় হয়ে গেছে।

জারির আহমাদ লিখেন- এতে লাভ কী? ক্রিকেট এমন কি জরুরি জিনিস যেটা মাদরাসায় ছড়িয়ে দিতে হবে? এই সরকার কি জনগণের সাথে ফাইজলামি আর তামাশা করার জন্য বসছে?

এইচএম নুরুল আমিন লিখেন- বিশেষ বিবেচনায় মাদরাসায় যদি ক্রিকেট খেলা চালু করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রাইমারি স্কুলে কোরআনের ক্লাস চালু করা হোক এবং প্রতিটি প্রাইমারিতে একজন করে হাফেজ নিয়োগ দেওয়া হোক। এই কাজটি এমন একটি কাজ যে কাজে আল্লাহ সুবাহানাতালা এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন এবং এই কাজটি যদি আপনারা করতে পারেন আপনাদেরকে জাতি আজীবন মনে রাখবে, ইনশাআল্লাহ।

তালহা আব্দুল্লাহ লিখেন- মাদরাসা কোনো খেলোয়াড় তৈরির জন্য নয় বরং জান্নাতের নাবিক তৈরির জন্যই মাদরাসা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ