বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
আসন সমঝোতা ঝুলে থাকা অবস্থায় ওমরায় গেলেন জামায়াত আমির এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি যেসব জেলায় অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস আবারও ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা চলছে: হেফাজতে ইসলাম 'এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে'

হাটহাজারীতে ছাত্র জমিয়তের নবীন আলেম সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশ হাটহাজারী সাংগঠনিক জেলার উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন আলেমদের সম্মাননা প্রদানসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত হাটহাজারী সাংগঠনিক জেলার শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  মুফতি জাবের কাসেমী, চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সভাপতি মাওলানা জাফর আহমাদ, চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমরান শিকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহমদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম-হাটহাজারীর শিক্ষক মাওলানা নিজাম সাইয়িদ, মাওলানা হাবিবুল করিম জমীরী, চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সহ সভাপতি  মাওলানা জমির উদ্দিন তালুকদার, অর্থ সম্পাদক  মাওলানা জয়নুল আবেদীন, হাটহাজারী উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইয়াছিন এবং হাটহাজারী উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জমিয়তের সোনালি ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নবীন আলেমদের উদ্দেশ্যে বলেন, জমিয়ত শুধু একটি সংগঠন নয়, বরং এটি দেওবন্দের আকাবির উলামায়ে কেরামের আদর্শে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী আন্দোলন। দেওবন্দের আকাবিরদের সঙ্গে জমিয়তের ঐতিহাসিক সম্পর্ক ও অবদানের বিষয়টিও তুলে ধরেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন— জমিয়ত একটি ঐতিহাসিক ও আদর্শিক সংগঠন, যা শুরু থেকেই দ্বীনি আকীদা ও নীতিগত সিদ্ধান্তে অবিচল রয়েছে। তাঁরা সাহাবায়ে কেরামের আজমত ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সাহাবা ও আইম্মায়ে মুজতাহিদীনের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের থেকে নবীন আলেমদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ, আমল ও আখলাকের মাধ্যমে জীবন পরিচালনার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

মাহমুদ হাসান নাবিল ও নাবিল খানের যৌথ সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, ছাত্র জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইব্রাহিম খলিল, ছাত্র জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সন্দিপী,হাটহাজারী সাংগঠনিক শাখার সহ-সভাপতি মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, মাহমুদুল হাসান মারুফ মাহাদী হাসান আব্দুল আউয়াল, নিজামুর রহমান মারুফ, আব্দুল্লাহ আবিদ, আলাউদ্দিন, আব্দুর রহমান বিন মুনির প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে মাওলানা জাফর আহমদ নবীন আলেমদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর তিনি সমগ্র উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ এবং নবীন আলেমদের দ্বীনি ময়দানে কবুলিয়্যাত ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ